Thank you for trying Sticky AMP!!

মোদিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: রয়টার্স।

কদিন আগেই নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার কথা জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীর পুরো বিশ্বে ঘোরার সময় আছে, কিন্তু নিজ আসনের গ্রামে যাওয়ার সময় নেই, এমন মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, আজ শুক্রবার উত্তর প্রদেশের ফৈজাবাদে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই মোদির বিরুদ্ধে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘বারানসিতে গিয়ে আমি জানতে পারলাম, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী একবারের জন্যও তাঁর নির্বাচনী এলাকার একটি গ্রামেও যাননি। এটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছি। তিনি আমেরিকায় গিয়েছেন, জাপানে গিয়েছেন, চীনে গিয়েছেন, পুরো বিশ্বেই গিয়েছেন। কিন্তু যাঁরা তাঁকে ভোট দিলেন, তাঁদের সঙ্গে একবার দেখা করার সময় হয়নি তাঁর। দেশের বাকি মানুষের কথা তো ছেড়েই দিলাম, নিজ আসনের মানুষদের জন্যও তিনি কিছুই করেননি।’

মোদির পাশাপাশি বিজেপি সরকারকেও একহাত নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, ‘এটি হেলাফেলা করার মতো কোনো বিষয় নয়, এটি একটি বড় ইস্যু। এর মধ্য দিয়ে সরকারের উদ্দেশ্যই পরিষ্কার হয়। এই সরকার ধনীদের আরও ধনী করতে ব্যস্ত, গরিবদের সাহায্য করার ব্যাপারে কোনো নজর নেই তাদের।’

বর্তমান সরকার ‘জনতাবিরোধী’ ও ‘কৃষকবিরোধী’ সরকার—এমন মন্তব্যও করেছেন তিনি। জনগণের উদ্দেশে প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘আপনারা কাকে আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন, সেটি গভীরভাবে চিন্তা করে দেখার সময় এসে গেছে।’

তিন দিনের নির্বাচনী প্রচারণার সফরের শেষ দিনে আজ উত্তর প্রদেশের অযোধ্যা ও ফৈজাবাদে গিয়েছিলেন ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা। ২০০৯ সালের নির্বাচনে ফৈজাবাদে জয় আদায় করে নিয়েছিল কংগ্রেস। কিন্তু ২০১৪ তে বিজেপির কাছে ফৈজাবাদসহ উত্তর প্রদেশের সব কটি আসনই হারায় তারা। এবার তাই উত্তর প্রদেশকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে কংগ্রেস।