Thank you for trying Sticky AMP!!

রাজস্থানে হত্যার নিন্দা মুখ্যমন্ত্রী মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের রাজস্থানের উদয়পুরে এক দরজিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হিন্দু ধর্মাবলম্বী এক দরজি নূপুর শর্মার পক্ষে একটি পোস্ট লিখেছিলেন। এরপর তাঁকে দুই ব্যক্তির হাতে খুন হতে হয় বলে অভিযোগ। এই দুই ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁরা প্রতিশোধ নিতেই ওই দরজিকে হত্যা করেছেন। কারণ, নূপুর শর্মা মহানবীর (সা.) অবমাননা করে টেলিভিশনে বক্তব্য দিয়েছিলেন।

যার কারণে উত্তাল হয়ে উঠেছিল ভারত, এবং অন্যান্য দেশেও তার প্রভাব পড়েছিল। ওই দরজিকে তারাই হত্যা করেছেন বলে জানিয়ে দুই অভিযুক্ত হত্যাকারীর দাবি, ভবিষ্যতে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলা চালাবে। এ ঘটনায় শুধু রাজস্থান নয়, গোটা উত্তর ভারত এবং দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় কারফিউ ঘোষণা করেছে পুলিশ।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘হিংসা এবং উগ্রবাদী কাজকর্ম কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব নয়। আমি জোরালো ভাষায় উদয়পুরের ঘটনার নিন্দা করছি।

আইন আইনের পথে চলবে; কিন্তু এ রকম একটা সময়ে আমি সবার কাছে আবেদন জানাচ্ছি শান্তি বজায় রাখার জন্য।’

উদয়পুরের ঘটনার পর ভারতের প্রায় সব রাজ্যের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।