Thank you for trying Sticky AMP!!

সেই পুলওয়ামা হামলা নিয়ে রাহুলের 'অস্বস্তিকর' প্রশ্ন

রাহুল গান্ধী । ফাইল ছবি

ভারতের কাশ্মীরের পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে অস্বস্তিকর প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি জানতে চাইলেন, ওই ঘটনায় কাদের লাভ হয়েছিল সবচেয়ে বেশি? তদন্তে কীই–বা জানা গেল? প্রশ্ন শুনে শাসক দল বিজেপি রেগে আগুন। তারা বলেছে, এসব প্রশ্ন দেশের বীর শহীদদের অপমান।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কনভয়ের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়। ওই বাহিনীর আড়াই হাজার জওয়ান ৭৪টি গাড়ির এক কনভয় করে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন। পুলওয়ামা জেলার অবন্তীপুরার কাছে বিস্ফোরক–বোঝাই একটি গাড়ি ওই কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। পুলিশের দাবি, সন্ত্রাসবাদী সংগঠন জইশ–ই–মোহাম্মদের এক আত্মঘাতী জঙ্গি ওই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতা এত প্রবল ছিল যে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মারা যান ৪০ জন জওয়ান। ঘটনার ১২ দিনের মাথায় বদলা নিতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে জঙ্গিশিবিরে বোমা ফেলে। বছরের মাঝামাঝি লোকসভা নির্বাচনের প্রচারের আঙ্গিক ওই ঘটনা পুরোপুরি বদলে দেয়। জাতীয়তাবাদের হাওয়ায় ভেসে দ্বিতীয়বারের মতো কেন্দ্রে সরকার গড়ে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার ছিল সেই পুলওয়ামা–কাণ্ডের প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষেই রাহুল গান্ধীর টুইট। তিনি লেখেন, ‘পুলওয়ামাকাণ্ডর ৪০ জন শহিদকে স্মরণের মুহূর্তে এই প্রশ্নগুলো করতে হবেই। ১), ওই হামলায় কাদের সবচেয়ে বেশি লাভ হয়েছিল? ২), ওই হামলার তদন্ত রিপোর্টে কী প্রকাশ পেয়েছে? ৩) যে ঘটনা ঘটতে দেওয়া হয়েছিল, নিরাপত্তায় গাফিলতির দায়ে বিজেপি সরকারের কাকে সে জন্য দায়ী করা হয়েছে?’

রাহুলের এই তিন প্রশ্নের মধ্য দিয়ে পরিষ্কার, গোটা ঘটনার সন্দেহের তির বিজেপির দিকেই তাক করা। ঘটনার তদন্ত নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন

রাহুলের টুইট বিজেপিকে ক্ষিপ্ত করেছে। তারা বলে, রাহুল জইশ–ই–মোহাম্মদ ও লস্কর–ই–তৈয়বার প্রতি সহানুভূতিশীল ও সমর্থক। শুধু সরকারই নয়, তিনি নিরাপত্তারক্ষীদের নিয়েও প্রশ্ন তোলেন। বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, ‘ধিক! রাহুলের লজ্জা হওয়া উচিত। উনি লাভ–লোকসানের প্রশ্ন তুলেছেন! গোটা দেশ যদি জানতে চায়, ইন্দিরা–রাজীব হত্যায় কাদের লাভ সবচেয়ে বেশি হয়েছিল, কী জবাব দেবেন? আপনার লজ্জা হওয়া উচিত।’

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘গান্ধী পরিবার লাভ–লোকসানের বাইরে যেতে পারে না। ওরা শুধু শারীরিকভাবেই নয়, মানসিক দিক থেকেও দুর্নীতিগ্রস্ত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, দেশবাসী তাঁদের অবদানের কথা ভুলবে না।