Thank you for trying Sticky AMP!!

সোনিয়া গান্ধী হাসপাতালে, পাশে রাহুল-প্রিয়াঙ্কা

সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর পর দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ৭৩ বছর বয়সী সোনিয়াকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেওয়া হয়নি। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। বলা হচ্ছে, পেটের সমস্যায়ও ভুগছেন তিনি।

ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোনিয়া। অসুস্থতার কারণে গতকাল শনিবার বাজেট অধিবেশনেও যোগ দেননি তিনি। ২০১১ সালে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করতে হয় সোনিয়াকে। তবে কী কারণে অস্ত্রোপচার করা হয়, তা প্রকাশ করা হয়নি।