Thank you for trying Sticky AMP!!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলকাতায় বিজয় উৎসব শুরু

কলকাতায় বাংলাদেশ–এর বিজয় উৎসবের উদ্বোধনী মঞ্চে অতিথিরা।

বাংলাদেশের মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ–এর বিজয় উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপহাইকমিশন ভবনের চত্বরে শুরু হয় এই বিজয় উৎসব।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তাঁরা বলেন, ক্ষণজন্মা শেখ মুজিবের জন্ম না হলে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।

Also Read: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইন্দিরার নাম না নেওয়ায় রাহুলের ক্ষোভ

গত এক দশক ধরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আজ শুক্রবার উৎসবের পর্দা নামবে। দুদিনের এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল গান শোনান সঙ্গীত শিল্পী অনুপম রায়। আরও ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্য, আলোকচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনী।

Also Read: বিজয়ের দিনে মোদির টুইট

এর আগে সকালে উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এ সময় সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়। এরপর কলকাতা উপহাইকমিশনের বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Also Read: কলকাতায় বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন