Thank you for trying Sticky AMP!!

১৯ বাংলাদেশিসহ তাবলিগের ৩০৩ জন কলকাতায় কোয়ারেন্টিনে

কলকাতার নিউ টাউনের কোয়ারেন্টিন সেন্টার। ছবি আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জির তোলা।

কলকাতার নিউ টাউনের সরকারি কোয়ারেন্টিনে ৩০৩ জন দেশি- বিদেশি মুসল্লিকে রাখা হয়েছে। তাঁরা নয়াদিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশের ১৯ জন।

কলকাতার রাজারহাটের নিউ টাউনের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে ওই কোয়ারেন্টিন। এখানে ৫০০টি শয্যা রয়েছে। এই মুসল্লিদের মধ্যে ১৯৫ জন পশ্চিমবঙ্গের। আর ১৯ বাংলাদেশিসহ ১০৮ জন বিদেশি।

পশ্চিমবঙ্গের ১৯৫ জন কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা।

গত ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত দিল্লিতে দেশটির তাবলিগ-ই-জামাতের কেন্দ্রীয় কার্যালয় মারকাজ নিজামুদ্দিনে প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে অবস্থান করেন। এরপর সেখানে যোগ দেওয়া বেশ কয়েকজন মুসল্লি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। শনাক্ত ও উপসর্গ নিয়ে আছেন অনেকে।