Thank you for trying Sticky AMP!!

৬৬ বছর পর নখ কাটলেন তিনি!

শ্রীধর চিল্ললের নখ কাটার মুহূর্তের দৃশ্য। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

দীর্ঘ ৬৬ বছর পর এক ব্যক্তি তাঁর হাতের আঙুলের নখ কেটেছেন। এরই মধ্যে সবচেয়ে বড় নখ রেখে করেছেন বিশ্বরেকর্ড, নিজের নাম তুলেছেন গিনেস বুকে। ওই ব্যক্তি হলেন শ্রীধর চিল্লল। ৮২ বছর বয়সের এই ব্যক্তি বসবাস ভারতের পুনে শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীধর চিল্লল অবশেষে গত মঙ্গলবার নিউইয়র্কে নখ কাটা অনুষ্ঠানে তাঁর নখগুলো কেটেছেন। আর এ জন্য তিনি পুনে থেকে নিউইয়র্কে উড়ে আসেন। সেখানে ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ আয়োজিত ওই অনুষ্ঠানে নখ কাটেন তিনি। যেখানে নখগুলো সংরক্ষণ করা হবে।

শ্রীধর চিল্ললের বাঁ হাতের পাঁচটি আঙুলের সম্মিলিত নখের দৈর্ঘ্য ৯ মিটার (৯১০ সেন্টিমিটার বা প্রায় ৩০ ফুট)। আর প্রতিটি নখের দৈর্ঘ্য প্রায় ১৯৮.৮ সেন্টিমিটার। এমন নখের কারণে ২০১৬ তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম ঠাঁই পায়।

শ্রীধর চিল্ললের নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে রিপলি’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে প্রদর্শন করা হবে। পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য তাঁর কাটা দীর্ঘ নখগুলো জাদুঘরে সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।