Thank you for trying Sticky AMP!!

দুই বাংলার পোশাক নিয়ে কলকাতায় প্রদর্শনী

প্রদর্শনী ঘুরে দেখছেন মদন মিত্র ও রচনা ব্যানার্জি। রোববার দক্ষিণ কলকাতার আরবানা মিলনায়তনে

দুই বাংলার পোশাক নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্দো–বাংলা ফ্যাশন প্রদর্শনী শুরু হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ কলকাতার আরবানা মিলনায়তনে এই প্রদর্শনী শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জির ফ্যাশন হাউস ‘রচনা ক্রিয়েশন’ ও বাংলাদেশের আল আমিন টেক্সটাইলের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে আল আমিন টেক্সটাইলসহ দুই বাংলার পাঁচটি ফ্যাশন হাউস তাদের পোশাক নিয়ে হাজির রয়েছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র, অভিনেত্রী রচনা ব্যানার্জি, আল আমিন টেক্সটাইলের প্রতিনিধি ইকবাল খান ও জসীম উদ্দিন প্রমুখ।

এ সময় রচনা ব্যানার্জি বলেন, আমরা চাই দুই বাংলার মধ্যে আধুনিক ডিজাইনের পোশাকের বিনিময় হোক। ব্যবসা বাড়ুক। তাই আমরা এই প্রদর্শনী আয়োজন করেছি।