Thank you for trying Sticky AMP!!

ব্যাংকের ব্যবস্থাপক চুরি করলেন নারী গ্রাহকের ১৯ লাখ ডলার

ব্যাংক

ভারতের এক নারী দেশটির অন্যতম বৃহৎ একটি ব্যাংকের এক ব্যবস্থাপকের বিরুদ্ধে জালিয়াতি করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১৯ লাখ ডলার (১৬ কোটি রুপি) হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন।

শ্বেতা শর্মা নামের এই নারী বলেন, ‘ফিক্সড ডিপোজিট’ করতে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ তিনি আইসিআইসিআই ব্যাংকে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন।

শ্বেতা অভিযোগ করেন, ভারতের ওই ব্যাংকের এক ব্যবস্থাপক তাঁর অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খোলেন, সই নকল করেন এবং ডেবিট কার্ড ও চেকবই তোলেন।

বিবিসিকে শ্বেতা আরও বলেন, ‘ওই কর্মকর্তা আমাকে জাল হিসাববিবরণী দেন, আমার নামে ভুয়া ই–মেইল আইডি খোলেন এবং ব্যাংকের নথিপত্রে আমার মোবাইল নম্বর কারসাজি করেন; যাতে অর্থ উত্তোলনের কোনো বার্তা আমি না পাই।’

ব্যাংকটির একজন মুখপাত্র বিবিসির কাছে জালিয়াতির এ ঘটনা বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, আইসিআইসিআই একটি স্বনামধন্য ব্যাংক। তাঁদের এ ব্যাংকে লাখ লাখ গ্রাহক ট্রিলিয়ন ট্রিলিয়ন রুপি জমা রেখেছেন। এই জালিয়াতিতে যে–ই যুক্ত থাকুন না কেন, তাঁকে শাস্তি পেতে হবে।