Thank you for trying Sticky AMP!!

চার বছর আগে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন করার উদ্যোগ নিলে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হয়

ভারতে নাগরিকত্ব আইন বাস্তবায়নে ‘সুন্নত’ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত: তথাগত রায়

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ রাজনৈতিক নেতা, পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও ত্রিপুরার সাবেক রাজ্যপাল তথাগত রায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ ভারতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তথাগত রায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছে, তাঁর লজ্জিত হওয়া উচিত।

প্রবীণ এই রাজনৈতিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সোমবার লিখেছেন, ‘যদি তার ধর্ম নিয়ে সন্দেহ থাকে, তাহলে একজন পুরুষের সুন্নত (খতনা) করা হয়েছে কি না, আমি তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছি। কারণ, সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) থেকে মুসলিমদের সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এই মর্মে আমি যা পোস্ট করেছি, সেই মত আমি পরিবর্তন করব না।’

তথাগত রায় আরও লিখেছেন, ‘যে (জনসংখ্যার) বিস্ফোরণ হয়েছে, তা থেকে দুটি ব্যাখ্যাই মাত্র বেরিয়ে আসতে পারে। হয় প্রচুর পরিমাণে মুসলমান নিজেদের পরিচয় গোপন করে অমুসলমান বলে নিজেদের চালাতে চাইছে এবং এখন তারা ভীত যে তাদের মিথ্যা ধরা পড়ে যাবে। অথবা তারা ক্ষোভ প্রকাশ করেছে। কারণ, বেশির ভাগই কখনো এমন কোনো মেডিকেল পরীক্ষার মুখোমুখি হননি, যেখানে একজনের গোপনাঙ্গ একজন পুরুষ চিকিৎসক পরীক্ষা করবেন।’

তথাগত রায় আরও লিখেছেন, ‘প্রত্যেক অমুসলিম যিনি ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশে ইসলামি নিপীড়নের কারণে ভারতে এসেছেন, তাঁদের অবশ্যই ভারতের নাগরিক বলে ধরে নেওয়া উচিত, যদি না তা অপ্রমাণিত হয়।’

তথাগত রায়ের এ মন্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুনাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘তিনি (রায়) ভারতে একজন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণের জন্য সুন্নত পরীক্ষা হওয়া উচিত বলে উল্লেখ করে সিএএ সম্পর্কে তাঁর মতামত জাহির করেছেন। তা করতে গিয়ে সব সীমা অতিক্রম করেছেন। আমাদের ধর্মান্ধদের প্রতি কোনো সহনশীলতা নেই। যাঁরা এই ধরনের নীচ এবং অশ্লীল মন্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় বৈষম্যকে প্রকাশ্যে আনার চেষ্টা করেন, তাঁদের সহ্য করা হবে না। আজকের ঘটনা প্রমাণ করে বিজেপি কী ধরনের প্রহসনের প্রচারে নেমেছে। এই ধরনের অশ্লীল মন্তব্যের মাধ্যমেই কি তারা নাগরিকত্ব আইন বাস্তবায়নের পরিকল্পনা করছে?’

এই মন্তব্যের জন্য প্রবীণ রাজনৈতিক নেতার ‘সাংঘাতিক লজ্জিত হওয়া উচিত’ বলেও মন্তব্য করেন কুনাল।

Also Read: ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর