Thank you for trying Sticky AMP!!

অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম

সিপিএমের মহম্মদ সেলিমের জয়ের ব্যাপারে নিশ্চিত কংগ্রেসের অধীর চৌধুরী

দুজনেই রাজনীতিতে পোড় খাওয়া নেতা। একজন কংগ্রেসের, অন্যজন বাম দল সিপিএমের। কংগ্রেসের অধীর চৌধুরী আর সিপিএমের মহম্মদ সেলিম। অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি আর মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক। আগামী লোকসভা নির্বাচনে মহম্মদ সেলিম দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ আসন থেকে আর বহরমপুর আসনের প্রার্থী অধীর চৌধুরী।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধীর চৌধুরী জোরের সঙ্গে এবং চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘মহম্মদ সেলিম তো জিতেই বসে আছেন। তিনি মুর্শিদাবাদে জিতবেনই। মানুষ এবার ঠিক করে নিয়েছে আর দুর্নীতিবাজদের ভোট নয়।’

অধীর চৌধুরী মহম্মদ সেলিমের পক্ষ নিয়ে জোরের সঙ্গে আরও বলেছেন, ‘না, এবার আর মহম্মদ সেলিমকে ঠেকানো যাবে না। জিতবেনই।’ অধীর চৌধুরী এ কথাও বলেছেন, ‘আমাদের সঙ্গে বাম দলের জোট হলেও অতীতে দেখা গেছে, অনেকেই বাম প্রার্থীকে ভোট দেয়নি। এবার সেই পরিস্থিতি বদলে গেছে। মানুষ বুঝেছে, শাসক দল আর এবার রেহাই পাবে না। দুর্নীতিই তাদের গিলে ফেলবে। তাই এবার জিতবেনই মহম্মদ সেলিম।’

আর নিজের কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, ‘আমি জিতবই। চ্যালেঞ্জ নিয়ে বলছি বহরমপুরে এবারও আমি জিতবই, জিততে না পারলে রাজনীতি ছেড়ে দেব।’ আরও বলেন, ‘আবার বলছি আমাকে কেউ হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

বহরমপুর আসনে অধীরের সঙ্গে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান আর মুর্শিদাবাদ আসনে মহম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছেন আবু তাহের খান। দুই আসনেই রয়েছেন বিজেপিসহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে বহরমপুরে মূল লড়াই হবে অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূল প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের আর মুর্শিদাবাদে মূল লড়াই হবে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সঙ্গে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের।