Thank you for trying Sticky AMP!!

ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারী সন্তানসহ নিহত

ইসরায়েলের হামলায় জ্বলছে গাজা শহরের কিছু অংশ। গাজা, ফিলিস্তিন, ৪ মে। ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারী ও তাঁর ১৪ মাস বয়সী মেয়ে রয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল শনিবার সকালে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে প্রচুর রকেট ছোড়া হয়েছে। তাঁদের প্রতিরক্ষাব্যবস্থার কারণে গাজা থেকে ছোড়া বেশ কয়েকটি রকেট আকাশেই ধ্বংস হয়। গাজার কাছেই ইসরায়েলের শহর আশকেলনে একটি বাড়িতে একটি রকেট আঘাত হানলেও কেউ হতাহত হয়নি। আরেকটি রকেট একটি খোলা মাঠে গিয়ে পড়ে। এরপরই ফিলিস্তিনে ১২০ সন্ত্রাসীকে লক্ষ্য করে ট্যাংক ও বিমান হামলা চালানো হয়।

ইসরায়েল বাহিনীর দাবি, তাদের বিমান হামলার আগে গাজা থেকে বিপুলসংখ্যক রকেট ছোড়া হয়।

ইসরায়েলের হামলার পর রাফায় ধোঁয়ার কুণ্ডলী। রাফা, গাজা, ফিলিস্তিন, ৪ মে। ছবি: এএফপি

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা এক নারী তাঁর ১৪ মাস বয়সী মেয়েসহ নিহত হয়েছেন। ওই হামলায় ২২ ও ২৫ বছর বয়সের আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ১৭ জন। গাজা উপত্যকার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরের শহর কিরইয়াট ঘাটে ইসরায়েলের হামলায় এক নারী গুরুতর আহত হন। তথ্যসূত্র: এএফপি