Thank you for trying Sticky AMP!!

কুয়েতে ৮ শতাধিক বিদেশি শ্রমিক ছাঁটাই

কুয়েতে বিদেশি শ্রমিক

আট শতাধিক বিদেশি শ্রমিক ছাঁটাই করছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এসব শ্রমিকের বেশির ভাগ বিভিন্ন আরব দেশের নাগরিক।

ইতিমধ্যে এসব শ্রমিককে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে এক মাসের সময় দেওয়া হয়েছে। তবে এই গণছাঁটাইয়ের কোনো ব্যাখ্যা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, চলমান কুয়েতি নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নীতির আওতায় বিদেশি কর্মীদের সরিয়ে কুয়েতি নাগরিকদের দেশের বিভিন্ন খাতে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি নেওয়া এ উদ্যোগের প্রভাব কুয়েতের শিক্ষা খাতেও পড়েছে। চলতি শিক্ষাবর্ষের শেষে প্রায় ১ হাজার ৮০০ বিদেশি শিক্ষককে চাকরিচ্যুত করতে যাচ্ছে কুয়েত সরকার।