Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানিদের মন জিতে নিলেন সৌদি যুবরাজ

পিএম হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি

রাতে পৌঁছেই সকালে পাকিস্তানিদের জন্য খুশির বার্তা দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী ঘোষণা দেন যুবরাজ সৌদি আরবের কারাগারে থাকা পাকিস্তানের দুই হাজারের বেশি বন্দীকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সৌদি যুবরাজ এই প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে গেলেন। গতকাল রোববার রাতে দেশটির রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে তিনি পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিমানঘাঁটিতে মোহাম্মদ বিন সালমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ইমরান খান নিজেই গাড়ি চালিয়ে রাষ্ট্রীয় এই অতিথিকে পিএম হাউসে নিয়ে যান।

এই সফরে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। জ্বালানি উৎপাদনে সহযোগিতা, তেল শোধনাগার, পেট্রোক্যামিকেল প্ল্যান্ট স্থাপন, খেলাধুলার প্রচার ও নির্দিষ্ট খাতে কৌশলগত সহায়তাসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় হবে।

সৌদি যুবরাজকে স্বাগত জানাতে গত রাতে পাকিস্তানের পিএম হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান খান সৌদি আরবে থাকা পাকিস্তানি শ্রমিকদের দুর্ভোগের প্রতি এমবিএসের দৃষ্টি আকর্ষণ করেন। ‘তাদের নিজের দেশের মানুষ’ হিসেবে দেখতে অনুরোধ করেন।

নূর খান বিমানঘাঁটিতে মোহাম্মদ বিন সালমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ইমরান খান নিজেই গাড়ি চালিয়ে রাষ্ট্রীয় এই অতিথিকে পিএম হাউসে নিয়ে যান। ছবি: রয়টার্স

ইমরান খান বলেন, ‘সেখানে প্রায় ৩ হাজার বন্দী রয়েছে। আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, তারা খুবই গরিব লোকজন। তারা তাদের পরিবার ফেলে সেখানে গিয়েছে।’ জবাবে এমবিএসও নিরাশ করেনি। দিয়েছেন আশ্বাস। বলেছেন, ‘আমরা পাকিস্তানকে না করতে পারি না...আমাদের পক্ষে যা করণীয়, আমরা তা করব।’

প্রধানমন্ত্রী ইমরান খান আজ টুইট করে লিখেন, ‘আমি যখন সৌদি আরবে থাকা আমাদের ২৫ লাখ নাগরিককে নিজেদের মানুষ বলে ভাবতে বললাম, তখন যুবরাজ তাঁকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত মনে করতে বললেন, তখনই তিনি পাকিস্তানের জনগণের মন জয় করে নিয়েছেন।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী টুইট করেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজ তাৎক্ষণিক সে দেশে থাকা ২ হাজার ১০৭জন পাকিস্তানি বন্দীকে মুক্তি দিতে নির্দেশ দেন।’

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, সৌদি আরবে থাকা পাকিস্তানি বাকি বন্দীদের বিষয় পর্যালোচনা করে দেখা হবে।’