Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে ১১ খনিশ্রমিককে হত্যা

১১ জন কয়লাশ্রমিক হত্যার প্রতিবাদে স্থানীয় হাজারা সম্প্রদায়ের লোকজন টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়

পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা করা হয়েছে। তারা দেশটির সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা আজ রোববার এই হামলার কথা জানান। সরকারি কর্মকর্তা খালিদ দুররানি বলেন, হামলায় নিহত ১১ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার শিয়া জনগোষ্ঠীর অধিকাংশই হাজারা সম্প্রদায়ের মানুষ। ওই অঞ্চলে প্রায়ই সুন্নি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হন তাঁরা।

যদিও কয়লাখনিতে আজকের হামলার কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

দুররানির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, রোববার ভোর হওয়ার আগে বন্দুকধারীরা কয়লাখনিতে ঘুমন্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত চারজন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, হামলাকারীরা প্রথমে কয়লাশ্রমিকদের আলাদা করে নেয়। এরপর তাঁদের হাত-পা বেঁধে পাহাড়ের দিকে নিয়ে হত্যা করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘কয়লাখনিতে ১১ শ্রমিককে হত্যার ঘটনাটি সন্ত্রাসবাদীদের কাপুরুষোচিত অমানবিক কর্মকাণ্ডের অংশ।’

হত্যাকাণ্ডের পরপর হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ ও স্থানীয় আধা সামরিক বাহিনী অভিযান শুরু করেছে।