Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে ১৮ বছরের ওপরে সবাই বুস্টার ডোজ পাবেন

১৮ বছরের ওপরের সব নাগরিককে করোনার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান

পাকিস্তানে করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। দেশটির সংবাদমাধ্যম ডন-এর তথ্যমতে, সর্বশেষ পাকিস্তানে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে। সংক্রমণ ঠেকাতে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) ১৮ বছরের ওপরের সব নাগরিককে করোনার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে দেশটিতে এক দিনে রেকর্ড সংক্রমণ হয়েছে শনিবার। এদিন সকালে এনসিওসি জানিয়েছে, ২৪ ঘণ্টায় সেখানে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৮৬ জন।

গত শুক্রবার এনসিওসির এক টুইট বার্তায় বলা হয়, আজকের (শুক্রবার) আলোচনায় বুস্টার ডোজের বয়সসীমা আরও কমানো হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে ১৮ বছরের ওপরে সবাই নিজেদের পছন্দের করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের পরিপূর্ণ ডোজ নেওয়ার মেয়াদ ছয় মাস পূর্ণ হতে হবে। পাকিস্তানে শনিবার পর্যন্ত মোট জনসংখ্যার ৩৩ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন।

এদিকে ভারতেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৩ কোটি ৬৭ লাখ মানুষের করোনা শনাক্ত হলো।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে ভারতের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এই ধরনের সংক্রমণের সংখ্যা ৬ হাজার ৪১। দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা মোট শনাক্তের ৩ দশমিক ৮৫ শতাংশ।