Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বালুচিস্তান প্রদেশের কিছু অংশ, পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানে ইংরেজি দৈনিক ডনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাত ১০টা ২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান। পাকিস্তানের আবহাওয়া অফিস ভূমিকম্পের স্বল্প মাত্রায় পরাঘাতের সতর্কতা জারি করেছে।

ভূমিকম্প আঘাত হানার পরপরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফরাবাদসহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়।

তবে ভূমিকম্পের কারণে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে সম্পদহানির সঠিক তথ্যও মেলেনি। এর ফলে দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকায় কী ধরনের প্রভাব পড়েছে, সে খবর আরও পরে জানা যাবে।

পাকিস্তানের দুর্যোগবিষয়ক কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (এনডিএ) প্রাদেশিক দুর্যোগ দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এ সরকারি সংস্থার পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি। ভূমিকম্পসংক্রান্ত ক্ষয়ক্ষতির যেকোনো খবর তারা পাওয়ামাত্র জনগণকে জানাবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভূমিকম্প অনুভূত হয়েছে একই সময়ে।