Thank you for trying Sticky AMP!!

বিদ্যুৎ নেই, পাকিস্তান অন্ধকারে

বিদ্যুৎ না থাকায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অন্ধকারে

পাকিস্তানের বড় বড় শহরসহ বেশির ভাগ এলাকা বিদ্যুৎ–সংযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির বেশির ভাগ অংশ অন্ধকারে রয়েছে।

এএফপির খবরে জানা যায়, পাকিস্তানের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান টুইটে জানান, বিদ্যুতের লাইনের ত্রুটির কারণে পাকিস্তানে বিদ্যুৎ–সংযোগের ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোরসহ বড় বড় শহর অন্ধকারে রয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের কিছু এলাকায় বিদ্যুৎ আবার চালু করা হয়েছে। আজ রোববার সকালের মধ্যেই বিদ্যুৎ আবার চালু করতে কাজ চলছে।

ইন্টারনেটবিষয়ক প্রতিষ্ঠান নেটব্লক বলছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পাকিস্তানের ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেটব্লক টুইটে বলছে, পাকিস্তানের ৬২ শতাংশ এলাকা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

২০১৫ সালে পাকিস্তানের বিদ্যুৎ–লাইনে জঙ্গি হামলায় দেশটির ৮০ শতাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

পাকিস্তানের প্রায়ই বিদ্যুৎ বিপর্যয় হয়। রাজধানী ইসলামাবাদসহ দেশটির বড় বড় শহর বিদ্যুৎ–সংযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি পাকিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরেও বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।