Thank you for trying Sticky AMP!!

সরফরাজ বুগতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী হলেন পিপিপির সরফরাজ বুগতি

পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করার কয়েক মাসের মাথায় বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সরফরাজ বুগতি। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁর বিষয়ে আজ শনিবার প্রাদেশিক পরিষদে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সরফরাজ বুগতি সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দিয়েছেন। সেই সূত্রে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজেরও (পিএমএল-এন) সমর্থন পেয়েছেন তিনি। পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর সরকার গঠনে দলটির সঙ্গে জোটবদ্ধ হয়েছে পিপিপি।

গতকাল শুক্রবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সচিব তাহির শাহর কাছে মনোনয়নপত্র জমা দেন সরফরাজ। পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি এবং পিএমএল-এন নেতা নওয়াব গাঙ্গিজ খান মাররি মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে সরফরাজের নাম প্রস্তাব করেন।
গতকাল বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে ওই সময়ের মধ্যে সরফরাজ ছাড়া অন্য কেউ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি।

Also Read: পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার আয়াজ সাদিক

সরফরাজের মনোনয়নপত্র যাচাইবাছাই করে তা গ্রহণ করেন বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সচিব। পরে সরফরাজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন তিনি।
আজ প্রাদেশিক পরিষদের অধিবেশনে পরিষদের নেতা সরফরাজের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। এ ছাড়া আজই তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। বেলুচিস্তানের গভর্নর মালিক আবদুল ওয়ালি কাকার তাঁকে শপথ পাঠ করাবেন।

গত ডিসেম্বরে সরফরাজ বুগতি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন ও পিপিপিতে যোগ দেন। তিনি দলটির মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও ডেরা বুগতির পিবি-১০ আসনে জয়ী হন।