Thank you for trying Sticky AMP!!

করোনায় চীনের ভ্যাকসিন ব্যবহার করবে ব্রাজিল

করোনা প্রতিরোধে চীনের ভ্যাকসিন ব্যবহার করবে ব্রাজিল

কোভিড-১৯ প্রতিরোধে চীনের সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিন জাতীয় রোগপ্রতিরোধক কর্মসূচিতে অন্তর্ভুক্তের পরিকল্পনা করেছে ব্রাজিল। গতকাল মঙ্গলবার ব্রাজিলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের সাও পাওলোর গভর্নর জো ও ডোরিয়া জানান, চীন থেকে সিনোভ্যাক কোম্পানির তৈরি করা ‘করোনাভ্যাক’ ভ্যাকসিনটির ৪৬ মিলিয়ন ডোজ কিনতে রাজি হয়েছে সরকার। ২০২১ সালের জানুয়ারি থেকে ভ্যাকসিনটি ব্যবহার করা হতে পারে।

চীনের ভ্যাকসিনের পাশাপাশি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটিও অনুমোদন দেবে ব্রাজিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য মতে, করোনা ভাইরাসে যে দেশগুলো সবচেয়ে বেশি ভুগছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের দিক দিয়ে আমেরিকা ও ভারতের পরই ব্রাজিলের অবস্থান। আর মৃত্যুর দিক থেকে ব্রাজিল আমেরিকার পরেই আছে।

এদিকে সিনোভ্যাকের দাবি, তাদের শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটির দুই ডোজ মানুষকে সুরক্ষিত রেখেছে।

করোনা ভ্যাকসিনের দৌড়ে চীন-ব্রিটেনের পাশাপাশি এগিয়ে আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।