Thank you for trying Sticky AMP!!

পেরুতে ভোট দিতে গিয়ে বাস উল্টে নিহত ২২

 দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে

পেরুতে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে যাত্রীবাহী একটি  বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। এতে আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বৃষ্টির মধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।

বার্তা সংস্থা এএফপিকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একটি টিভি চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রোববার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেন দেশটির জনগণ।

দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। তবে রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাও এর জন্য দায়ী।