Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলের জাতীয় জাদুঘর পুড়ছে

আগুনে পুড়ছে জাতীয় জাদুঘর। রিও ডি জেনেরিও, ব্রাজিল, ২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

ব্রাজিলের জাতীয় জাদুঘর দাউ দাউ আগুনে পুড়ছে। এটি দেশটির ২০০ বছরের পুরোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। এই জাদুঘরের সংগ্রহে রয়েছে দুই কোটি নিদর্শন। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে, গতকাল রোববার জাদুঘর বন্ধ হওয়ার পর আগুন লাগে এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

জাতীয় জাদুঘর থেকে যতটা পারছেন সামগ্রী বের করে আনছেন লোকজন। রিও ডি জেনেরিও, ব্রাজিল, ২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

এই জাদুঘর একসময় পর্তুগিজ রাজপরিবারের বাসভবন ছিল। এ বছরের শুরুর দিকে ভবনটির ২০০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। লিখেছেন, ‘ব্রাজিলবাসীর জন্য আজ দুঃখের দিন। এই ভবনের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক মূল্যের যে ক্ষতি হলো, তা পরিমাপ করা যাবে না।’

ব্রাজিলের টিভি গ্লোভোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদুঘরের পরিচালক বলেছেন, এটি সাংস্কৃতিক ট্র্যাজেডি।

জাদুঘর ভবনটি ২০০ বছরের পুরোনো। রিও ডি জেনেরিও, ব্রাজিল, ২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

জাদুঘরের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, জাদুঘরটিতে ব্রাজিলের ইতিহাস-সংশ্লিষ্ট এবং মিসরের শিল্পকর্মসহ অনেক দেশের হাজারো সামগ্রী রয়েছে। এর মধ্যে ডাইনোসরের হাড় ও ১২ হাজার বছর আগের এক নারীর কঙ্কাল রয়েছে।

জাদুঘরের তহবিল কাটছাঁটের কারণে ও জরাজীর্ণ ভবনটি নিয়ে দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে আসছিল।