Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ৫২

ব্রাজিলের এক কারাগারে দাঙ্গায় কয়েদিসহ অন্তত ৫২ ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে সেখানে বন্দুকযুদ্ধ চলে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির পার প্রদেশের আলতামিরা কারাগারে এই ঘটনা ঘটে। কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর ওই হামলা চালায়।

কারা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পেয়েছে। হতাহত অন্যদের বেশির ভাগই ধোয়া আচ্ছন্ন হয়ে মারা গেছে। ওই বন্দুকযুদ্ধের সময় কয়েদিদের একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, ২০০ বন্দী ধারণ ক্ষমতার ওই কারাগারটিতে বন্দীর সংখ্যা ছিল ৩১১ জন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় দাঙ্গা সম্পৃক্ত কয়েদিদের হাতে দুজন কারারক্ষী জিম্মি হয়েছিলেন। তবে পরে তাঁরা মুক্তি পান। তবে কী কারণে এই দাঙ্গার ঘটনা ঘটেছে তারা কারা কর্তৃপক্ষ পরিষ্কার করেননি।

ব্রাজিলে এই ধরনের কারা দাঙ্গা নতুন কোনো ঘটনা নয়। ব্রাজিল বিশ্বের তৃতীয় বৃহত্তম কারাবন্দীর দেশ। দেশটির কারাগারগুলোতে প্রায় সাত লাখ বন্দী রয়েছে।