Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলে ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরিকাঘাত

ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারো তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ছবি: এএফপি

ব্রাজিলে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারো প্রচার চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বৃহস্পতিবার তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরের সান্তা কাসা হাসপাতাল সূত্র জানায়, ৬৩ বছর বয়সী এই কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

অস্ত্রোপচারের পর এক সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা বলেন, বোলসোনারোকে তিনবার ছুরি দিয়ে আঘাত করায় তাঁর প্রচুর রক্তপাত হয়। তবে তাঁর অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে।

বোলসোনারোর ছেলে ফ্লাবিও বোলসোনারো এক টুইট বার্তায় বলেন, দুঃখজনকভাবে তাঁর বাবা মারাত্মক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত।