Thank you for trying Sticky AMP!!

মেক্সিকোয় আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ২৪, আহত ৪০

মেক্সিকোতে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত আতশবাজির গুদাম। ছবি: রয়টার্স।

মেক্সিকোয় আতশবাজির একটি গুদামে কয়েক দফা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। রাজধানী মেক্সিকো সিটির উত্তরাঞ্চলে তুলটেপেক শহরে গতকাল বৃহস্পতিবার সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত লোকজনের মধ্যে জরুরি কাজে নিয়োজিত উদ্ধারকর্মীরাও রয়েছেন।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তুলটেপেকে ঘটনাস্থলের কাছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে।

মেক্সিকো সিটি থেকে ২০ মাইল দূরে অবস্থিত ওই শহরটি দেশটির পলিটেকনিক্যাল রাজধানী হিসেবে পরিচিত।

বিস্ফোরণের ঘটনায় ধোঁয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স।



এর আগেও শহরটিতে একাধিকবার মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৬ সালের এক বিস্ফোরণে ৪০ জনের বেশি নিহত হন। ওই সময় আতশবাজির ওই বাজার বন্ধ করে দেওয়ার কথা উঠলে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এটি পুনর্গঠন ও অগ্নিদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনের কথা বলেন। এ বছরের শুরুর দিকেও একবার সেখানে বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণে সাতজন নিহত হন।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অ্যালেন্দ্রা পেরেজ নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সকালে নাশতার সময় বিস্ফোরণের ভয়ংকর শব্দ শুনতে পাই। দৌড়ে বাড়ির বাইরে এসে আকাশে বিশাল সাদা মেঘ দেখতে পাই। মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। কিন্তু অগ্নিবৃষ্টি শুরু হতে দেখি।’

মেক্সিকোর সরকারি এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। এরপর দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি এতে। এতে উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য মারা যান ও আহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, বিস্ফোরণে অন্তত চারটি ওয়ার্কশপ ধ্বংস হয়েছে। ওই দুর্ঘটনার পর আগুন লেগে গিয়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।