Thank you for trying Sticky AMP!!

আগামী মাসেই টিকার অনুমোদন: ফাইজার

কোভিড-১৯ রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। আগামী নভেম্বরেই তারা টিকা অনুমোদন পেতে আবেদন করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা ফাইজারের ওয়েবসাইটে টিকার অনুমোদনসংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, টিকা অনুমোদন পাওয়ার বিষয়টি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে টিকার কার্যকারিতা জানার বিষয়টি। অক্টোবরের শেষ নাগাদ টিকার কার্যকারিতা জানা যেতে পারে, আবার নাও পারে।

করোনাভাইরাসের কোনো টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে কমপক্ষে দুই মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে

বোরলা বলেন, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জরুরি টিকার অনুমোদন চাওয়ার বিষয়টি টিকার কার্যকারিতা জানার ওপরেই নির্ভর করছে। যখনই তা জানা যাবে, তখনই আবেদন করা হবে।

এদিকে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, করোনাভাইরাসের কোনো টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে তাদের কমপক্ষে দুই মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে।

ফাইজারের পক্ষ থেকে গতকাল শুক্রবার বলা হয়েছে, জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে তৈরি করা কোভিড-১৯ টিকার জরুরি অনুমোদনের জন্য তারা নভেম্বরের শেষ দিকে আবেদন করতে পারে। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নির্বাচনের আগেই টিকা আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হচ্ছে না।

ফাইজার বলছে, তাদের হাতে টিকার নিরাপত্তা তথ্য এসে গেছে, তারা আবেদন করবে। সেটা নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

ফাইজারের এ ঘোষণায় মার্কিন কর্তৃপক্ষ স্বস্তি পেতে পারে। এ বছরেই সম্ভাব্য করোনার টিকা অনুমোদনের লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১১ লাখ পার হয়েছে।

অনুমোদনের জন্য দুই মাসের সময় নির্ধারণের বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক অভিসন্ধি বলে মন্তব্য করেছেন। তিনি ৩ নভেম্বর নির্বাচনের আগে টিকা আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বোরলা আরও বলেছেন, তাঁর প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবতার নিরিখে জনগণের কাছে কার্যকর তথ্য জানানোর পরিকল্পনা করেছে।

Also Read: ফাইজারের করোনার টিকায় মৃদু থেকে মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া