Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক বাণিজ্যে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা রাষ্ট্রদূতের

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই সংকটময় মুহূর্তে আমাদের বাণিজ্য-অংশীদারেদের আরও দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, এটি অর্থনীতি বা বাণিজ্য সংরক্ষণবাদের সময় নয়। স্বল্পোন্নত দেশগুলোকে তাদের পূর্ব-প্রতিশ্রুত বাজারে অবাধ প্রবেশাধিকার দিতে হবে। ৩ জুন এসজিডি অর্থায়নের সমমনা দেশগুলো আয়োজিত ‘করোনাকালীন ও তৎপরবর্তী সময়ে এসডিজি অর্থায়ন’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি করোনাজনিত বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে ‘বিপর্যস্ত গ্লোবাল ভ্যালু চেইন’–এর চ্যালেঞ্জগুলো তুলে ধরে এর ভয়াবহ প্রভাবের ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে ব্যাপক হারে কারখানা শ্রমিকেরা চাকরি হারাচ্ছেন বলে উল্লেখ করেন। বৈশ্বিক এই মহামারিকে বিশ্বস্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক সংকট হিসেবে উল্লেখ করেন স্থায়ী প্রতিনিধি। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এর প্রভাব আগামী কয়েক বছর ধরে নাজুক দেশগুলোর জনগণ ও অর্থনীতিকে বহন করতে হবে। ইতিমধ্যে কোভিড-১৯–এর কারণে অনেক দেশে এসডিজি বাস্তবায়ন পরিকল্পনা বন্ধ রাখতে হচ্ছে। কারণ, ওই সব দেশ তাদের সীমিত সম্পদ জরুরি স্বাস্থ্য ও বাড়তি সামাজিক সুরক্ষার প্রয়োজন মেটাতে ব্যয় করতে বাধ্য হচ্ছে।