Thank you for trying Sticky AMP!!

আবার প্রেসিডেন্ট প্রার্থী হবেন হিলারি

হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট হতে চাই।’

হিলারি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে হিলারিকে জিজ্ঞাসা করা হয়েছিল নির্বাচনে লড়বেন কি না। প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম রিকোডের সহপ্রতিষ্ঠাতা ও সাংবাদিক কারা সুইশারের এমন প্রশ্নের উত্তরে হিলারি সোজাসুজি ‘না’ বলে দিয়েছেন। কিন্তু এই বিষয়ে চাপাচাপি করা হলে হিলারি বলেন, ‘আমি আসলে প্রেসিডেন্ট হতে চাই। আমার মনে হয় হোয়াইট হাউসের ওভাল অফিস—প্রেসিডেন্টের কার্যালয়ে যখন আমাদের একজন থাকবেন, তখন আমাদের অনেক কিছু করার থাকবে।’

হিলারি আরও বলেন, ‘আমরা বিশ্বের সবাইকে বিভ্রান্ত করছি। এমনকি নিজেদেরও করছি। আমরা আমাদের বন্ধুদের এবং শত্রুদের বিভ্রান্ত করছি। তাঁদের কোনো ধারণা নেই যুক্তরাষ্ট্র কী করছে, তাদের কী করা উচিত, কোনটা গুরুত্বপূর্ণ।’ তবে এ বিষয়ে উদাহরণ জানতে চাইলে তিনি কিছু বলেননি। হিলারি বলেন, ‘৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমি এটা নিয়ে কিছু ভাবতেই চাই না।’

আগামী প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে হিলারি বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে যাতে একজন ডেমোক্র্যাট থাকেন, সেই জন্য আমার সামর্থ্যের মধ্যে সব করছি।’ তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস।