Thank you for trying Sticky AMP!!

ঈদের পর মৌসুমের প্রথম নৌবিহার

শো টাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হলো মৌসুমের প্রথম নৌবিহার

ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম নৌবিহার অনুষ্ঠিত হলো ৯ জুন রাতে। ইস্ট রিভারে ৩৫৭জন বাংলাদেশি যাত্রী নিয়ে জাহাজটি ঘুরে বেড়ায় কুইন্স ও ম্যানহাটনের নানা দর্শনীয় স্থান।
শো টাইম মিউজিকের এ আয়োজনে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন শাহ মাহবুব ও রুকসানা মির্জা। কাওয়ালি গানের সঙ্গে নাচ পরিবেশন করেন সিমরান খান। নৌবাহর উদ্বোধন করেন চৌধুরী সারওয়ার হাসান।
নৌবিহারে অংশ নেন প্রজন্ম ৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদিক। তিনি বলেন, ‘আমরা যেমন গান শুনে আনন্দ পেয়েছি, তেমনি উপভোগ করেছি সন্ধ্যার সুন্দর আবহাওয়া। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দিয়েছে। স্টেচু অব লিবার্টি, জাতিসংঘ ভবন, ইলিচ ও গভর্নর আইল্যান্ডসহ নানা স্থাপনা দেখেছি নদী থেকে। খাবারও ছিল মজাদার। আমি দারুণ উপভোগ করেছি এ নৌবিহার।’
শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘প্রবাসে আমরা সবাই কঠোর পরিশ্রম করি। পরিবার নিয়ে আমাদের নির্মল আনন্দের সংস্থান খুব কম। ছোট শিশু, নারী-পুরুষ সবাই পারিবারিক আবহে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ করেছে, এটা দেখেই আমাদের এ আয়োজন সার্থক মনে হয়েছে।’