Thank you for trying Sticky AMP!!

কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে মার্কিন আইনপ্রণেতার পদত্যাগ

কেটি হিল। ছবি: টুইটার

এক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা কেটি হিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার কেটি হিল পদত্যাগের ঘোষণা দেন।

কংগ্রেসে নিজ অফিসের এক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের জেরে হিলের বিরুদ্ধে তদন্ত চলছে। হাউস এথিক্স কমিটি এই তদন্ত করছে।

৩২ বছর বয়সী হিল ডেমোক্রেটিক দলের সদস্য। তিনি ২০১৮ সালের নভেম্বরে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।

হিল তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যে টুইটারে পোস্ট করেছেন। তিনি বলেছেন, পদত্যাগের সিদ্ধান্তটি তাঁর নির্বাচনী আসন, সেখানকার জনগণ ও দেশের জন্য উত্তম বলে তিনি বিশ্বাস করেন।

চলার পথে ভুল-ভ্রান্তির জন্য হিল তাঁর পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে অশোভন সম্পর্কের কথা হিল স্বীকার করেছেন। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

কংগ্রেসের এথিক্স কমিটি গত বুধবার জানায়, হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা অভিযোগটি তদন্ত করছে।

হিল তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন। তিনি তাঁর বিরুদ্ধে নোংরা প্রচারণারও অভিযোগ তুলেছেন। এ জন্য তিনি স্বামীকে দোষারোপ করেছেন। বলেছেন, তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের জন্য তিনি আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছেন।

হিল হাউস আর্মড সার্ভিসেস অ্যান্ড ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটিতে আছেন। তিনি কমিটির ভাইস চেয়ারম্যান।