Thank you for trying Sticky AMP!!

খাচ্ছিলেন ঝিনুক, পেলেন মুক্তা

দুপুরের খাবার খেতে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় ঢুকলেন তিনি। তাঁর ফরমাশ মতো এসে গেল ঝিনুকের ঝলসানো মাংস। যে–ই না ওতে কামড় বসিয়েছেন, অমনি দাঁতে আটকে গেল কিছু একটা। বের করে দেখেন চকচকে মুক্তা। নিউজার্সির বাসিন্দা রিক অ্যান্টোসের (৬৬) এই অভিজ্ঞতা হয়।

অ্যান্টোস বলেন, হঠাৎ করে তিনি ভেবেছিলেন দাঁত খুলে পড়েছে। পরে দেখেন তা আসলে মুক্তা।

মুক্তাটি পকেটে পুরে বাড়ি নিয়ে যান অ্যান্টোস। তিনি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ডেকে জানতে চান, প্রায়ই এমনটি ঘটে কি না। তিনি জানান, এর আগে কখনো এমনটি ঘটেনি।

গ্র্যান্ড সেন্ট্রাল অয়স্ট্রার বার অ্যান্ড রেস্টুরেন্টের নির্বাহী পাচক স্যান্ডি ইংবার নিউইয়র্ক পোস্টকে বলেন, তিনি ২৮ বছর ধরে রেস্তোরাঁয় কাজ করছেন। এত বছরে দ্বিতীয়বারের মতো তিনি খাবারের মধ্যে মুক্তা খুঁজে পেলেন। এ ধরনের মুক্তা সহজে পাওয়া যায় না। মুক্তা খুবই বিরল।

অ্যান্তোস বলেন, তিনি খাবারের মধ্যে যে মুক্তাটি খুঁজে পেয়েছেন, তার দাম ১৪ দশমিক ৭৫ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোর দাম ২ হাজার থেকে ৪ হাজার ডলার হতে পারে।