Thank you for trying Sticky AMP!!

জেএফকে বিমানবন্দরে করোনার টেস্টিং সেন্টার

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য টেস্টিং সেন্টার খোলা হয়েছে। জেএফকে আমেরিকার প্রথম বিমানবন্দর, যেখানে করোনাভাইরাসের টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে।

বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টার্মিনাল-৫ এ স্থাপিত করোনা টেস্টিং সেন্টারে দিনে ৫০০ জনের করোনা টেস্ট করানো যাবে। এখানে নয়টি পৃথক টেস্টিং রুম রয়েছে। প্রতিদিন বিমানবন্দরের কর্মীদের পরীক্ষা করানো হবে। একই টেস্টিং সেন্টারে কোভিড-১৯ এর অ্যান্টিবডিও পরীক্ষা করানো হবে।

আমেরিকার অন্যতম ব্যস্ত এ বিমানবন্দর দিয়ে গত বছর ২১ মিলিয়ন যাত্রী যাতায়াত করছে। এখানে প্রায় ৩৫ হাজার কর্মী কাজ করেন