Thank you for trying Sticky AMP!!

টুইটারে ট্রাম্পের নতুন রেকর্ড, দুই ঘণ্টায় ১২৩ টু্ইট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

নতুন রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ১২৩ বার টুইট করে রেকর্ড করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের হাউস জুডিশিয়ারি কমিটিতে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত অভিশংসন অভিযোগ গঠনের প্রতিবাদে এতগুলো টুইট করেন ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ গঠন করা হয়।

অভিশংসনের চূড়ান্ত অভিযোগ গঠনের পরই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা শুরু করেন ট্রাম্প। এক টুইটে তিনি বলেন, ‘আমি যেখানে কোনো ভুলই করিনি, সেখানে আমাকে অভিশংসিত করা মোটেও উচিত কাজ নয়! ডেমোক্র্যাট ও উগ্র বামপন্থীরা দিন দিন ঘৃণা ছড়ানোর দলে পরিণত হচ্ছে। তারা আমাদের দেশের জন্য ক্ষতিকর!’

এরপর আরেকটি টুইট করে ট্রাম্প বলেন, ‘দেশের ইতিহাসের সেরা অর্থনীতি এনে দেওয়ার পর, সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর পর, ট্যাক্স কমানোর পর, নতুন কর্মসংস্থান তৈরি করার পর এবং আরও অনেক কিছু করার পরেও আমাকে অভিশংসন করার কথা ওঠে কীভাবে?’

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দুই মিডিয়া হাউস সিএনএন ও এমএসএনবিসির সমালোচনা করেও টুইট করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘তর্কহীনভাবে দেশের সেরা কেবল নিউজ শো হওয়ায় ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে অভিনন্দন। সিএনএন ও এমএসএনবিসি ধসে পড়েছে। তাদের রেটিংও ভয়াবহ। তাদের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই।’

নিম্নকক্ষে অভিশংসন প্রতিবেদনটি পাস হলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হবেন। এর আগে ১৯৯৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসন অভিশংসিত হয়েছিলেন। তবে তাঁদের কেউই অপসারিত হননি। আর ১৯৭৪ সালে ওয়াটারগেট কেলেঙ্কারির জেরে আনা অভিশংসন প্রস্তাবটি পাস হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন রিচার্ড নিক্সন। ফলে তিনিও সেই অর্থে অভিশংসিত হননি।

আরও পড়ুন:
ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত অভিশংসন অভিযোগ গঠন