Thank you for trying Sticky AMP!!

ট্রাম্পের নীতির সমালোচনায় মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আগত ব্যক্তিদের ছেলেমেয়েকে তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন করার নীতির সমালোচনা করেছেন। তাঁর মুখপাত্র বলেছেন, মেলানিয়া ‘বিশ্বাস করেন, আমাদের আইনমান্যকারী দেশ হওয়া উচিত, কিন্তু হৃদয় দিয়ে দেশ শাসন করা প্রয়োজন।’

মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের ‘শূন্য সহনশীলতা’ নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান বিতর্কের প্রেক্ষাপটে কথাগুলো বললেন।

সাম্প্রতিক ছয় সপ্তাহ সময়ে আনুমানিক দুই হাজার পরিবার আলাদা করা হয়েছে।

যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন, তাঁদের আইনি হেফাজতে নিয়ে অনুপ্রবেশের অপরাধে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

এর ফলে শয়ে শয়ে অপ্রাপ্তবয়স্ককে এখন ডিটেনশন সেন্টারে তাদের মা-বাবা থেকে আলাদা করে রাখা হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই নীতিকে অভূতপূর্ব বলে সমালোচনা করেছে।

মেলানিয়া আশা প্রকাশ করেন, কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক সদস্যরা একজোট হয়ে একটি সফল অভিবাসন নীতিমালা তৈরি করতে পারবেন।