Thank you for trying Sticky AMP!!

তোপের মুখে ওকাসিও-কর্টেজ!

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

প্রগতিশীল ডেমোক্র্যাট আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ প্রথম নারী, যিনি সবচেয়ে কম বয়সে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। এটি অবশ্য সবার জানা। কংগ্রেসের এক শুনানিতে বিতর্কিত কিছু কথা বলে এবার তোপের মুখে পড়েছেন তিনি। সেটি নিয়ে আমেরিকার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক চলছে আলোচনা-সমালোচনা।
ওকাসিও-কর্টেজ বলেছেন, ‘মুসলিমরা সাধারণ অপরাধ করলে, তাদের সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে প্রশাসন। কারণ, তাদেরকে বিদেশি ভাবা হয়। অন্যদিকে, শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদী সন্ত্রাসীদের প্রশাসন কখনো “ডোমেস্টিক টেররিজম” অভিযোগে অভিযুক্ত করে না।’
এফবিআইয়ের কাউন্টার টেররিজম ডিভিশনের সহকারী পরিচালক মাইকেল ম্যাকগারিটি ওকাসিও-কর্টেজের বক্তব্যের নিয়ে বলেন, ‘প্রশাসন কাউকে ‘ডোমেস্টিক টেররিজম’-এর অভিযোগে অভিযুক্ত করতে পারে না। কারণ, যুক্তরাষ্ট্রে এ ধরনের কোনো আইন নেই। যেখানে আইনই নেই, সেখানে অভিযোগ করা কেমন করে সম্ভব?’ তিনি ওকাসিও-কর্টেজের উদ্দেশ্যে বলেন, ‘যুক্তরাষ্ট্রে যে আইন বিদেশি সন্ত্রাসী গ্রুপের জন্য রয়েছে, তা ‘টাইটেল ১৮: ইউএসসি ২৩৩৯ এবিসিডি’ নামে পরিচিত। তেমন কোনো আইন ‘ডোমেস্টিক টেররিজম’-এর জন্য নেই। আপনি টাইটেল ১৮ একটু দেখুন। দেখবেন, এমন কোনো আইনই নেই।’