Thank you for trying Sticky AMP!!

নিউইয়র্কে করোনাকালে যৌনাচার নিয়ে পরামর্শ

ব্যক্তিগত যৌনাচার নিয়ে নিয়ইয়র্ক নগরের স্বাস্থ্য বিভাগ দুই পৃষ্ঠার একটি জরুরি স্বাস্থ্যবিধি প্রকাশ করে তা মেনে চলার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে

করোনাভাইরাসের সংক্রমণের সময়ে নিউইয়র্ক নগরে ব্যক্তিগত যৌনাচার কীভাবে অনুসরণ করা হবে, তা নিয়ে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরের স্বাস্থ্য বিভাগ দুই পৃষ্ঠার একটি জরুরি স্বাস্থ্যবিধি প্রকাশ করে তা মেনে চলতে লোকজনকে পরামর্শ দিয়েছে।

নিউইয়র্ক নগরের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ে এখনো অনেক কিছু জানার বাকি। ভাইরাসটি যৌনতার মাধ্যমে ছড়ায় বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নগরের লোকজনের জীবনাচার লক্ষ্য করে স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া পরামর্শে নিবিড় সম্পর্ক নেই, এমন কারও সঙ্গে যৌনতা এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

একসঙ্গে বসবাস না করা লোকজনের একান্ত মেলামেশা না করাও পরামর্শ দেওয়া হয়েছে।

বহুগামিতা এড়িয়ে চলা এবং শরীর ভালো বোধ না করলে যৌনতার বিষয়টি পুরোপুরি এড়িয়ে চলা উচিত বলে নগরের স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

করোনার এই সময়ে একান্ত সঙ্গী-সাথিদের সঙ্গে ভিডিও কল বা ব্যক্তিগত চ্যাটরুমে আড্ডা দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।