Thank you for trying Sticky AMP!!

নিউইয়র্কে বাংলাদেশি পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিবারের কর্তা (পুরুষ) প্রথমে আক্রান্ত হন। পরে তাঁর স্ত্রী আক্রান্ত হন। তাঁদের দুই সন্তানও পরে করোনায় আক্রান্ত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর এক নেতা বলেন, ‘আমরা সার্বক্ষণিক পরিবারটির খোঁজখবর রাখছি। কোনো কিছুর প্রয়োজন হলে তা সরবরাহ করার চেষ্টা করছি।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এই নেতা বলেন, ‘আমাদের সামাজিক বৈশিষ্ট্য হচ্ছে—কারও বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু করোনাভাইরাস আমাদের বিপরীত স্রোতে নিয়ে যাচ্ছে। তার পরও আমাদের পরস্পরের পাশে থাকতে হবে। সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পরস্পরের খোঁজ নেব, কাছে থাকব, আমাদের করণীয় সম্পর্কে মতবিনিময় করব।’

নেতা বলেন, যাঁরা ট্যাক্সি বা উবার চালান, মালিকপক্ষের লোভনীয় অফার প্রত্যাখ্যান করে কিছুদিন বাসায় থাকুন। যাঁদের কাজে যেতেই হয়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। আমাদের পরস্পরের পাশে থাকতে হবে।