Thank you for trying Sticky AMP!!

নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। আজ বৃহস্পতিবার দেশটির কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক বিজয় ঘোষণার পর এক বিবৃতিতে এ কথা বলেছেন ট্রাম্প।

যদিও বাইডেনের আনুষ্ঠানিক ঘোষণার পরও এখনো তাঁকে অভিনন্দন জানাননি ট্রাম্প। এ ছাড়া নির্বাচনে কারচুপির ধুয়া এখনো তুলেই যাচ্ছেন তিনি। সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেন, বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার মধ্য দিয়ে তাঁর প্রেসিডেন্ট আমলের সমাপ্তি টানা হলো।

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, ‘যদিও নির্বাচনের ফলাফলে আমি খুবই হতাশ; তারপরও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

ট্রাম্প বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, আমার লড়াইটা হলো শুধু বৈধ ভোট গণনা নিশ্চিত করার।’ এ ছাড়া নিজের ক্ষমতা–আমলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা সময় বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে আজকের এই বিবৃতির মধ্যে দিয়ে একধরনের নির্বাচনী প্রচার শুরু ইঙ্গিত দিলেন তিনি। তিনি বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’–এর লড়াই সবে শুরু হলো।

বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতা ঘোষণার জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন যখন শুরু হয়, তার আগে থেকেই কংগ্রেস ভবনের বাইরে ট্রাম্প–সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। এরপর তাঁরা ভবনে হামলা চালান। এতে অধিবেশন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় ট্রাম্প–সমর্থকদের সেখান থেকে বের করে দিয়ে আবারও অধিবেশন শুরু হয়। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষের সময় নিহত হন চারজন।