Thank you for trying Sticky AMP!!

ফ্লোরিডার সেন্ট লুসি নদীর তীরে বর্ষবরণ

ফ্লোরিডায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীরা

ফ্লোরিডার নয়নাভিরাম সেন্ট লুসি নদীর পাড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ৯ মে ড. শামীম হাসান ও ড. মনোয়ারা হাসানের আয়োজনে এই অনুষ্ঠানে সাউথ ফ্লোরিডার ও অরল্যান্ডোর বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী আব্বাস উদ্দীনের পৌত্রী সামিরা আব্বাসী।
বাংলা বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশন করা হয়। পরে আওয়াল হেলালের কণ্ঠে রবীন্দ্র সংগীত ও পুরোনো দিনের গান সবাইকে মুগ্ধ করে। এরপর সংগীত পরিবেশন করেন সামিরা আব্বাসী। তাঁর কণ্ঠে পুরোনো দিনের গান ও নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করেছে।
বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে ড. রাশিদুল হকের প্রাণবন্ত কথোপকথন উপভোগ্য ছিল। এরপর তিনিও সংগীত পরিবেশন করেন। ড. দিলরুবা মাহমুদের সুরেলা রবীন্দ্র সংগীত দিয়ে শেষ হয় অনুষ্ঠান। দিনব্যাপী এই অনুষ্ঠানে হরেক রকমের পিঠা, ইলিশ ভাজা, পান্তা ভাত ও প্রায় ৫০ রকমের ভর্তা দিয়ে মধ্যাহ্ন ভোজ উপভোগ করেন প্রবাসী বাঙালিরা।