Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশি সুমন ফ্রি হোল্ডার প্রার্থী

দর্শক–শ্রোতার প্রশ্নের জবাব দিচ্ছেন রিপাবলিকান দলীয় ফ্রি হোল্ডার পদপ্রার্থী বাংলাদেশি আমেরিকান সুমন মজুমদার।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপলের (এনএএসিপি) মেইসল্যান্ডিং-প্লিজেন্টভিল শাখার এক সভা ৯ মে সন্ধ্যায় মেইসল্যান্ডিংয়ের আটলান্টিক কাউন্টির লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আগামী জুনে অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের অংশগ্রহণে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এই সভায় প্রত্যেক প্রার্থী বক্তৃতার জন্য তিন মিনিট করে সময় পান। এরপর তাঁরা দর্শক–শ্রোতার নানা প্রশ্নের জবাব দেন।
সভায় রিপাবলিকান দলীয় ফ্রি হোল্ডার পদপ্রার্থী বাংলাদেশি আমেরিকান সুমন মজুমদার যোগ দেন। এতে তিনি ছাড়া আরও বক্তৃতা করেন আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেনিস লেভিনসন, সুসান এম কনগাট, ফ্রি হোল্ডার পদপ্রার্থী এমি গ্যাটো, আরনেষ্ট কারসি, অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি প্রমুখ। সভায় বোর্ড অফ ইলেকশন, সুপারিনটেনডেন্ট অফ ইলেকশন ও কাউন্টি ক্লার্কের অফিসের প্রতিনিধিরা বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন এনএএসিপির কর্মকর্তারা।

আটলান্টিক সিটির পুলিশ বিভাগের কর্মকর্তা সুমন মজুমদার প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে ফ্রি হোল্ডার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিপাবলিকান দলীয় ফ্রি হোল্ডার পদপ্রার্থী বাংলাদেশি আমেরিকান সুমন মজুমদার তাঁর বক্তব্যে বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই, একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জনগণের সেবা করার প্রত্যাশায়।’ সব ভেদাভেদ ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এনএএসিপির সভায় আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সুব্রত চৌধুরীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটির পুলিশ বিভাগের কর্মকর্তা সুমন মজুমদার প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে ফ্রি হোল্ডার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।