Thank you for trying Sticky AMP!!

বেসাপের বার্ষিক বনভোজন

বনভোজনে বেসাপের সদস্য ও অতিথিরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার (বেসাপ) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন পেনসিলভানিয়ার ইভান্সবার্গ স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। 

বনভোজনে বেসাপের সব সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলে।

বেসাপের সভাপতি জাকির হুসেন কাহের ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, সারা দিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছে। খেলাধুলা করেছে। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো।

দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সবার আকাঙ্ক্ষিত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, এ ধরনের বনভোজন প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন বাড়াতে সাহায্য করে।বনভোজনে উপস্থিত সবাইকে বেসাপের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।