Thank you for trying Sticky AMP!!

ব্রঙ্কসে কংগ্রেসওম্যান ওকাসিও-কর্টেজের খাবার বিতরণ

ব্রঙ্কসে খাবার বিতরণ করছেন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ছবি: প্রথম আলো

নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করেছেন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রায় শতাধিক মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। এতে সহায়তা করেন আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কংগ্রেসওম্যান ওকাসিও বলেন, ‘এই নগরীতে ধর্ম-বর্ণ বা স্ট্যাটাস নির্বিশেষে আমরা সবার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে চাই। করোনাভাইরাসের এ দুর্যোগের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকব।’ তিনি আগামী ২৩ জুনের নির্বাচনে ভোট দিয়ে তাঁদের বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদ, সহসভাপতি নাসির উদ্দীন, আল মামুন সরকার, মেহের চৌধুরী, রেজা আবদুল্লাহ, নুরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন। পরে ওকাসিও-কর্টেজ উপস্থিত ব্যক্তিবর্গের হাতে খাবার তুলে দেন।

অনুষ্ঠান শেষে ওকাসিও বাংলাদেশি বিপণিকেন্দ্রগুলো ঘুরে দেখেন। খলিল বিরিয়ানি হাউসের সৌজন্যে তাঁকে আপ্যায়িত করা হয়।