Thank you for trying Sticky AMP!!

মিশিগানে স্কুল চালুর প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ১১

স্কুল চালুর প্রতিবাদে ডেট্রয়েটে গত চার দিন থেকে বিক্ষোভ চলছে। ছবি: সংগৃহীত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনা মহামারির এই সময়ে সীমিত পরিসরে স্কুল ও অনলাইন ক্লাস চালুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের চতুর্থ দিন ১৬ জুলাই ডেট্রয়েটে শিক্ষার্থীদের বহন করা বাস আটকানোরও চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেট্রয়েট স্কুল ডিস্ট্রিক্ট চলতি সপ্তাহে সীমিত পরিসরে শিক্ষার্থীদের স্কুলে ও অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া শুরু করে। বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং ভাইরাসের ঝুঁকি কমাতে ক্লাসের আকার ছোট করতে হবে। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছে একদল মানুষ। এই নির্দেশনার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

বিক্ষোভকারী শিক্ষক বেনজামিন রয়েল বলেন, এতে স্কুলগুলোত করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই আমরা বিক্ষোভ করছি।

পুলিশ কমান্ডার আর্নল্ড উইলিয়ামস বলেন, বাসে শিক্ষার্থী বহনে বাধা দেওয়ার সময় ১১ জনকে বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আগে বারবার সতর্ক করা হয়েছিল।

১৬ জুলাই ক্লাসে ৬৩০ জন শিক্ষার্থী এবং অনলাইনে আরও এক হাজার ১১০ জন শিক্ষার্থী অংশ নেয় বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট নিকোলাই ভিট্টি।