Thank you for trying Sticky AMP!!

মেধাভিত্তিক নতুন অভিবাসন আইন আসছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আমেরিকায় অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির মেধাভিত্তিক এই নতুন অভিবাসন আইনে স্বাক্ষর করবেন বলে ১৪ জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের জানিয়েছেন।

কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকার অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। কিন্তু কংগ্রেসের মাধ্যমে আইন পাস না করে অভিবাসন আইন নির্বাহী আদেশের মাধ্যমে রদ করার আইনি অধিকার আছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা দ্বিমত পোষণ করেন।

১৪ জুলাই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা শিগগির ইমিগ্রেশন আইনে স্বাক্ষর করতে যাচ্ছি। নতুন এই অভিবাসন আইনটি মেধার ভিত্তিতে তৈরি হতে চলেছে। এই আইন খুব শক্তিশালী ও কার্যকর হবে। সবচেয়ে বড় কথা, এটি রিপাবলিকানদের স্টাইলে করা হবে।’

নতুন এই অভিবাসন আইনে কারা কারা আসতে পারবেন বা কখন এই আইনটি চালু হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট কোনো ধারণা দেননি। তবে ধারণা করা হচ্ছে, তাঁর অভিবাসন পরিকল্পনার অধীনে একজন ব্যক্তি যত কম বয়সী এবং অধিক শিক্ষিত, শুধু তাঁদের আবেদন অনুমোদন হওয়ার সম্ভাবনা তত বেশি।

এদিকে, আমেরিকায় করোনাভাইরাস মহামারির কারণে বছরের বাকি অংশের জন্য নতুন কাজের ভিসা এবং গ্রিন কার্ড জারি করা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।