Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর

নিউইয়র্কসহ উত্তর আমেরিকার সর্বত্র শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছে জামাইকায়। ছবি: এ হাই স্বপন

যুক্তরাষ্ট্রের সর্বত্র শুক্রবার আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। স্থানীয় সময় সকাল থেকে মুসলমানদের ধর্মীয় এ উৎসব শুরু হয়েছে।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছে জামাইকায়। জ্যামাইকা মুসলিম সেন্টারের ব্যবস্থাপনায় স্থানীয় এক মাঠে আয়োজিত এই জামাতে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন। জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহসহ ব্রুকলিন, এস্টোরিয়া, ম্যানহাটন, ওজন পার্ক ও ব্রংকসে প্রবাসীদের বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বাইরের রাজ্যগুলোতেও প্রবাসীদের ঈদের জামাতে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধিসহ বিশ্বশান্তির জন্য মোনাজাত করা হয়।

জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহসহ ব্রুকলিন, এস্টোরিয়া, ম্যানহাটন, ওজন পার্ক ও ব্রংকসে প্রবাসীদের বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের ঈদের জামাতে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধিসহ বিশ্বশান্তির জন্য মোনাজাত করা হয়। ছবি: এ হাই স্বপন

নামাজ শেষে প্রবাসীদের গন্তব্য ছিল মুসলিম কবরস্থানে। ঈদ উৎসবের এ দিনটিতে মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।

ঈদের দিন দেশজ জামাকাপড় পরে প্রবাসীদের আনন্দ-উৎসবে মেতে উঠেছে পুরো নিউইয়র্ক। ঈদের আগের দিন চাঁদরাতের অনুষ্ঠানে জেগে থাকে জ্যাকসন হাইটস। এদিন সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। কেউ মেহদিতে রাঙিয়েছেন নিজেকে, কেউ সাজাচ্ছেন আবার কেউ বেচা-বিক্রির পসরা নিয়ে বসেছিলেন। উন্মুক্ত স্থানে রাতভর ছিল সংগীতের মূর্ছনা।

জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহসহ ব্রুকলিন, এস্টোরিয়া, ম্যানহাটন, ওজন পার্ক ও ব্রংকসে প্রবাসীদের বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন। ছবি: এ হাই স্বপন

ঈদের দিন নিউইয়র্ক ও এর আশপাশের অঙ্গরাজ্যের আবহাওয়া ছিল চমৎকার। প্রবাসীরা বেরিয়ে পড়েছেন উৎসব-আনন্দে। একে অন্যের খোঁজ নিচ্ছিলেন তাঁরা। কেউ কেউ দেশে ফোন করছেন স্বজনদের ঈদ মোবারক জানাতে।