Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এলজিবিটি কর্মী নিহত

পুলিশের গুলিতে নিহত এলজিবিটি অধিকার কর্মী স্কাউট সুল্টজ। ছবিটি বিবিসির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে স্কাউট সুল্টজ (২১) নামের একজন এলজিবিটি অধিকারকর্মী নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহত স্কাউট সুল্টজ আটলান্টায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। সমকামী, উভকামী, রূপান্তরকামীদের (এলজিবিটি) অধিকার আদায়ে তিনি সোচ্চার কর্মী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসের ভেতরে ‘ছুরি ও বন্দুকধারী’ একজনকে দেখে গুলি ছোড়ে আটলান্টা পুলিশ। পরে স্কাউট সুল্টজের পরিচয় জানতে পারে পুলিশ।

স্কাউটের সহপাঠীদের করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে, স্কাউট ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যরা তাঁকে বেশ কয়েকবার ছুরি ফেলে দিতে বললেও তিনি তা অমান্য করে এগিয়েগিয়ে চিৎকার করেন, ‘গুলি করুন আমাকে!’ এ সময় পুলিশের এক সদস্য গুলি ছোড়ে। এতেই তাঁর মৃত্যু হয়।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বলছে, স্কাউটকে নারী বা পুরুষ হিসেবে শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তাঁর হাতে বন্দুকও ছিল। কিন্তু ভিডিওচিত্রে তাঁর হাতে বন্দুক দেখা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। গুলি ছোড়া ওই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

স্কাউটের মা লিনে বলেন, পুলিশের এমন কঠোর পদক্ষেপে যাওয়া উচিত হয়নি। প্রথমে তাঁদের পেপার স্প্রের মতো প্রাণঘাতী নয় এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তিনি বলেন, স্কাউট বিষণ্নতায় ভুগছিলেন। দুই দিন আগে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নিহত স্কাউট জর্জিয়া টেক প্রাইড অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ছিলেন। সংগঠনটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে।