Thank you for trying Sticky AMP!!

রুশ আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ন্যাটো: অ্যান্টনি ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে পারে রাশিয়া। তবে মস্কোর দাবির কাছে বিভ্রান্ত হবে না যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন।

আগামী সোমবার থেকে ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। এর আগে ব্লিঙ্কেন এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন।

ব্লিঙ্কেন বলেন, ‘রাশিয়া আবারও বিবাদের জড়ালে আমরা তা মোকাবিলায় শক্তি প্রয়োগে প্রস্তুত। কিন্তু এর একটি কূটনৈতিক সমাধান এখনো সম্ভব এবং খুব ভালো হবে যদি রাশিয়া এই পথ বেছে নেয়।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সীমান্তে প্রায় লাখো সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়া এর মধ্য দিয়ে নিজেদের অনৈতিক দাবি বিশ্বে কাছে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, রাশিয়া যদি সেখানে কোনো উসকানি দেয় এবং এরপর কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তাতে কেউ অবাক হবে না।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো কূটনৈতিক সমাধানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।


দুই দেশের মধ্যকার উত্তেজনা হ্রাসে সোমবার থেকে আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান ও রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ আলোচনায় বসবেন।