Thank you for trying Sticky AMP!!

শামসুজ্জামানকে মুক্তধারা ফাউন্ডেশনের অভিনন্দন

নিউইয়র্ক বাংলা বইমেলার শুভানুধ্যায়ী বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান বাংলা একাডেমির সভাপতি হওয়ায় মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর পদটি শূন্য হয়। ২৮ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান।

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান প্রয়াত হন।

এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১২ সালে শামসুজ্জামান খান নিউইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন। ২০১৭ সালে তাঁকে মুক্তধারা ফাউন্ডেশন থেকে মুক্তধারা-চ্যানেল আই আজীবন সম্মাননা দেওয়া হয়।