Thank you for trying Sticky AMP!!

শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছিল কেলির

ডেভিন প্যাট্রিক কেলি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চার্চের বন্দুকধারী ডেভিন প্যাট্রিক কেলির কাছে তিনটি বন্দুক ছিল। হামলার আগে শাশুড়ির সঙ্গে তাঁর বাগবিতণ্ডাও হয়েছিল।

সান অ্যান্টোনিওর কাছে ওই চার্চে গত রোববারের হামলায় ২৬ জন নিহত হয়। এর মধ্যে অর্ধেক শিশু।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এসব অস্ত্র বহন করার বৈধতা কেলির ছিল না বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের আঞ্চলিক পরিচালক ফ্রিম্যান মার্টিন সাংবাদিকদের বলেন, কেলি নিজের বন্দুকের গুলিতে নিজেই আহত হন।

হামলার আগে কেলির পরিবার বিশেষ করে শাশুড়ির সঙ্গে কলহ ছিল। শাশুড়িকে হুমকি দিয়ে বার্তাও পাঠাতেন কেলি। মার্টিন বলেন, চার্চে কেলির শাশুড়ি মিশেল শিল্ডস এসেছিলেন। তবে গুলির সময় তিনি চার্চে ছিলেন না।

ফেসবুকে কেলির স্বজনদের দেওয়া পোস্ট থেকে জানা যায়, তাঁর মা লুলা হোয়াইটও গুলিতে নিহত হয়েছেন।

মার্টিন বলেন, গোলাগুলির পর কেলি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ বলছে, গোলাগুলির পর ঘটনাস্থলে কেলির মরদেহ পড়েছিল।