Thank you for trying Sticky AMP!!

সায়েম নূরুর রহমান চৌধুরীকে সংবর্ধনা

মাওলানা সায়েম নূরুর রহমান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ।

লন্ডন থেকে আগত নর্থ লন্ডনের মসজিদ আয়শা টুটিনহামের ইমাম, ইসলামিক সোসাইটি অব কানাইঘাট ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা সায়েম নূরুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক ২ সেপ্টেম্বর ওজনপার্কের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়।

সংগঠনের সভাপতি মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আনসারীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসাইন, সাংবাদিক আলম চৌধুরী, বিএমএমসিসি ইসলামিক স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মমতাজুল করীম ও খালেদ হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সৈয়দ আলী, প্রচার সম্পাদক মহসীন মাসরুর, কার্যনির্বাহী সদস্য মৌলভি আলা উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মাওলানা সায়েম নূরুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রবাসে কমিউনিটির উন্নয়নে ও মননে সব বাংলাদেশি এক ও অভিন্ন। তিনি বলেন, ‘নিউইয়র্কে এভাবে সম্মান জানানোয় ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা, নিউইয়র্ককে ধন্যবাদ। আমি অতি সাধারণ মানুষ। এমন লৌকিকতায় আমি বিশ্বাস করি না। প্রবাসে এসে বাংলাদেশকে ভুলে যাইনি; বরং নিজের মাটি ও দেশের গর্বিত ইতিহাসকে সব সময় সবার ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করেছি। আজ যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম, তা আমার হৃদয়ে গাঁথা থাকবে আজীবন।’

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশীদ আহমদ সংবর্ধিত অতিথির প্রশংসা করে বলেন, মাওলানা সায়েম সিলেটের গর্ব। তিনি দীর্ঘদিন ধরে নর্থ লন্ডনে বাংলাদেশি কমিউনিটির সেবা করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে মাওলানা সায়েম নূরুর রহমান চৌধুরীকে সংগঠনের মনোগ্রাম সংবলিত একটি স্মারক উপহার দেওয়া হয়।